মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. দেলোয়ার হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম ভূঁইয়াসহ পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার শাপলাবাগ এলাকার মাদক কারবারি আলামিনের বসতঘর থেকে ইয়াবাসহ মাদক শাপলাবাগের দেলোয়ার হোসেনের ছেলে কারবারি মো. রুমন হোসেন হৃদয় (২২) ও সিন্দুখাঁন রোডের কাকিয়ারপুল এলাকার বজলু মিয়ার ছেলে রাজু মিয়া (২৩) কে গ্রেপ্তার করেন। এসময় তল্লাশী চালিয়ে গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ৭৫পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার উদ্ধার ১০০টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved