প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ
ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান
রবিউল হক রতন ,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ২০২২-২৩ইং অর্থবছরে উপজেলার ছয়টি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন, নগদ অর্থ ৬ হাজার টাকা এবং খাদ্য সামগ্রীর মধ্যে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ২৩মে বেলা ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন, নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেন নীলফামারী (০১) ডোমার - ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেশ দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু, অফিস সহকারী সোহেল রানাসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন প্রমুখ।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে ১০ টি, ৪নং জোড়াবাড়ী ইউনিয়নে ২টি, ০৬ নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে ২টি, ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নে ১টি, ০৮নং ডোমার সদর ইউনিয়নে ২টি, ০৯ নং সোনারায় ইউনিয়নে ৩টি সহ মোট ২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ২ বান্ডিল টিন, ৩০ কেজি চাউল ও নগদ অর্থ ৬ হাজার করে টাকা বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved