প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
ডিবি অভিযান চালিয়ে লালমনিরহাটে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাট জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে ১৩০ (এক শত ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ ইং তারিখ রাত ১২ টার দিকে লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে লালমনিরহাটের আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের, খাতাপাড়া মৌজাস্থ দৌলা ফিলিং ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে ঢাকা মেট্রো নং- ২০৯১২৮ যাহা নীল ও হলুদ রংয়ের পিকআপটি চেক করলে আসামী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনশ্যাম গ্রামের আব্দুল মোতালেবের ছেলে (০১) মোঃ রোকন উদ্দিন (২৭) ও একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হরেরাম গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে (০২)মোঃ শাহিন (২২)
কে গ্রেফতার সহ মাদকদ্রব্য ফেন্সিডিল সর্বমোট= ১৩০ (এক শত ত্রিশ) বোতল উদ্ধার করা হয়। এ বিষয়ে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা নং ১ তারিখ ১/২/২০২৫ রুজু করা হয়েছে। আসামীদ্বয় কে শনিবার ১ ফেব্রুয়ারী সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved