উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণক পাড়া গ্রামে নিহত পরিবারের বাড়ী পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান, দলদলিয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকার, সাংবাদিক খালেক পারভেজ লালু প্রমুখ।
উপজেলা পরিষদের আপদকালীন সহায়তা তহবিল হতে নিহতের পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয় এবং নিহতের স্ত্রীকে আগামী জুন মাসে বিধবা ভাতার নামের তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন ইউএনও।
প্রসঙ্গত, গত মঙ্গলবার শাহাজালাল বাদাম ক্ষেতে দিনমজুরি করতে চর গোড়াই পিয়ার এলাকায় যান। বিকেল ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved