আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বগুড়ার সান্তাহার পৌর শাখার মৎস্যজীবি দলের সহ-সাধারণ সম্পাদক চঞ্চল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বগুড়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সান্তাহার পৌর মৎস্যজীবি দলের সহ-সাধারণ সম্পাদক চঞ্চল হোসেনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বগুড়া জেলা মৎস্যজীবি দলের আহবায়ক ময়নুল হক বকুলের স্বারিত একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে বহিষ্কার হওয়া সান্তাহার মৎস্যজীবি দলের সহ-সাধারণ সম্পাদক চঞ্চল হোসেনকে বলেন, বহিষ্কার হওয়ার কোন পত্র আমি পায়নি। আর কি কারণে আমাকে বহিষ্কার করেছে তাও জানি না।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved