প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর লোকভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি ও দিনাজপুর মেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর আঞ্চলিক দপ্তরের সহকারি পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা হুমায়ুন কবির, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুল মজিদ প্রমূখ।
সাধারণ সভায় দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটি নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা গ্রহন করবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved