মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সারা দেশে পুলিশকে অনলাইনে মামলা দায়ের করার ব্যব্স্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা সভায় বলেন, “বর্তমানে নিকটবর্তী থানায় যাওয়ার পরেই এফআইআর দায়ের করা যায়। পদ্ধতিটি জটিল এবং অপব্যবহারের সুযোগ থেকে যায়। পুলিশের উচিত ৯৯৯ নম্বরের মতো একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে মামলা দায়ের করতে পারেন।”
যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর দায়ের করার জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার জন্য পুলিশ প্রধান বাহারুল আলমকে নির্দেশ দিয়ে তিনি বলেন, “এটি মামলা করতে গিয়ে মানুষ যে ঝামেলার মুখোমুখি হয়, তা হ্রাস করবে।”
প্রধান উপদেষ্টা অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নিবেদিত কল সেন্টার স্থাপনের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন, তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারেন।”
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved