মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুরে শিয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে চারজন নীলফামারীর সৈয়দপুরের হাসপাতালে চিকিৎসা নেন।
আহত ব্যক্তিরা হলেন শংকরী রানী (৬০), হায়াৎ আলী (৬০), অমিছা খাতুন (৪০) ও তাসলিমা খাতুন (১৯)। অন্যদের নাম পাওয়া যায়নি। আহত শংকরী রানীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামের বৈরাগীপাড়ার মৃত পূর্ণচন্দ্র রায়ের স্ত্রী।
আহত হায়াৎ আলী আজকের পত্রিকাকে জানান, সকাল সোয়া ৭টা থেকে ৮টা পর্যন্ত গ্রামের অন্তত ১০ জনকে কামড় দিয়েছে শিয়ালটি। এ সময় তাঁদের মধ্যে কেউ কেউ বাড়ির উঠানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। আবার কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে গল্প করছিলেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হুদা জানান, সকাল ৯টার দিকে শিয়ালের কামড়ে আহত চারজন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের মুখের বাঁ পাশের মাংস খুবলে নিয়েছে শিয়াল। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved