মৌরভীবাজার প্রতিনিধিঃ নানান সংকটে জর্জরিত ন্যাশনাল টি কোম্পানির বাগানগুলো চালু রেখে আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ শুরু করেছে নতুন পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ন্যাশনাল টি কোম্পানির পাত্র খোলা চা বাগান, কুরমা চা বাগান ও চাম্পারায় চা বাগান পরিদর্শন করেন কোম্পানির নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক মো. মহসিন মিয়া মধু। এসময় তিনি বাগানের ফ্যাক্টরির মেশিনারি এবং বিভিন্ন সেকশন পরিদর্শন করেন তিনি।
এ সময় সাথে ছিলেন কোম্পানিটির নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, জেনারেল ম্যানেজার কাজী এমদাদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না। পরিদর্শন কালে তারা বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক এবং বিভিন্ন পর্যায়ের স্টাফদের সাথে আলোচনা করেন।
কোম্পানির নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক মো. মহসিন মিয়া মধু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে যেভাবে লুটপাট হয়েছে এরই ধারাবাহিকতায় বাগানটিতেও করা হয়েছে লুটপাট। কোম্পানির সাবেক চেয়ারম্যান শেখ কবিরের লুটপাটের কারণে কোম্পানি এমন সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বাগানগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে এবং শিল্প-শ্রমিক উভয়ের স্বার্থ সুরক্ষায় সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved