মৌলভীবাজার প্রতিনিধিঃ আইনগত সহায়তা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজাকে সিলেটের শ্রম আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা (শ্রম আদালতের কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলি ইত্যাদি) প্রবিধানমালা-২০১৬ এর ৩(২) অনুসারে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নূরুল আলম মোহাম্মদ নিপু। পদাধিকারবলে এ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন শ্রম আদালত, সিলেট এর চেয়ারম্যান। এ কমিটি সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রবিধানমালা অনুসারে শ্রম আদালতের চেয়ারম্যান (সিলেট) কর্তৃক অর্পিত সকল দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। উক্ত কমিটির মেয়াদ মনোনয়নের তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছর পর্যন্ত বলবৎ থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved