পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ নির্বাচনে প্রতিটি পদের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। সাথে ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা।
রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সভাপতি পদে প্রার্থী আতাউর রহমান আতু (খেজুর গাছ), জোয়াদুর রহমান (চেয়ার), শাহাদত হোসেন সাদো (ছাতা), সহ-সভাপতি পদে নয়ন সরকার (দেয়াল ঘড়ি), আনোয়ারুল ইসলাম (গোলাপ ফুল), আবু এহিয়া (মাছ), সাধারন সম্পাদক পদে আতাউর রহমান (বাইসাইকেল), আবু বক্কর ছিদ্দিক বাবলু (ঘোড়া), ফজলুল হক ভূইয়া (হারিকেন), যুগ্ম সাধারন সম্পাদক পদে আসাদুল ইসলাম সাগর (কাপপিরিচ), মনজুরুল ইসলাম (মোটরসাইকেল), সাদেকুল ইসলাম ভুট্রো (টেবিল), সহ-সাধারন সম্পাদক পদে মতিউর রহমান (পানির বোতল), ফিরোজ রানা (সেলাইমেশিন), মো: পাপ্পু (সিংহ), মাহমুদুল হাসান (উড়োজাহাজ), আনছার আলী (সিলিং ফ্যান), অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান (তালা), আবদুল্লাহ সরকার (ট্রাক্টর), কাজী নেওয়াজ পারভেজ (হরিণ), দপ্তর সম্পাদক পদে শাহাজাহান সরকার (মোবাইল), রেজাউল আলম (উটপাখি), সোহরাব হোসেন (দোয়াত কলম), আলম মামুন কাজি (প্রজাপতি), সাংগঠনিক সম্পাদক পদে সাকিব হোসেন ডলার (মই), রফিকুল ইসলাম (ট্রাক), সড়ক সম্পাদক পদে আমির হোসেন (ঈগল), রামু রায় চুলাই (জগ), ওবায়দুল হক (কলস), হায়দার আলী (টিউবওয়েল), প্রচার সম্পাদক পদে শাফিউল করিম (টেলিভিশন), মামুনুর রশিদ (টেলিফোন), আজিজুল ইসলাম (ফুটবল), শিল্প সমাজ কল্যান সম্পাদক পদে মোকছেদুল রহমান (তীর ধনুক), মাজেদুল হক (চশমা), সিরাজুল ইসলাম (বালতি), শফিকুল ইসলাম (সিএনজি), ফজলু হক (পানপাতা), কার্যনির্বাহী সদস্য পদে রাজন (আম), নূর আলম (মিনার), আজিজুল ইসলাম (চাঁদ), রহিমুল ইসলাম (ডাব), ওমর ফারুক (হাঁস), জিয়ারুল ইসলাম (কেতলি), জাহাঙ্গীর আলম (হাতুড়ি), মশিউর রহমান (বৈদ্যুতিক বাল্ব), মজনু শেখ (শাপলা ফুল), মোস্তাফিজুর রহমান (তলোয়ার) ও মিন্টু আলী (স্টিয়ারিং) প্রতীক বরাদ্দ দেয়া হয়। এব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা শুরু করেছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা ২টি মাইক, যে কোন একটি পিকআপ, অটোচার্জার ও ভ্যান প্রচার-প্রচারনা কাজে ব্যবহার করতে পারবে। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved