মৌলভীবাজার প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলায় আয়োজিত যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনাল থেলায় বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বালক বিভাগে ব্রাহ্মণবাড়িয়া এবং বালিকা বিভাগে মৌলভীবাজার জেলা রানার্স আপ হবার গৌরব অর্জন করে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।
পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, 'জয় পরাজয়ের চেয়েও বড় কথা হচ্ছে খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়, খেলা আমাদের ভ্রাতৃত্ববোধ শেখায়। খেলা বা যে কোন বিষয়ে পারদর্শী হলেও আমাদের সবার লক্ষ্য থাকা উচিত ভালো মানুষ হওয়া।'
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved