মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে। এবার নয়েজ মাস্টার বাডস নামের একটি ইয়ারবাড এনেছে বাজারে। সামনেই ভালোবাসা দিবস, আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সেরা বিকল্প হতে পারে নয়েজের ইয়ারবাড।
এই ইয়ারবাডস ব্যবহার করে ইউজাররা প্রিমিয়াম অডিও এক্সপিরিয়েন্স পাবেন কারণ নয়েজ সংস্থার এই ইয়ারফোনে। অডিও ফিচারের সাপোর্ট পাবেন।
নয়েজ সংস্থার মাস্টার সিরিজের আসন্ন ইয়ারবাডসে থাকতে চলেছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে। ক্লাসিক ইন-ইয়ার ডিজাইন থাকবে এই ইয়ারাবাডসে। আর থাকবে চিকন এবং গোলাকার স্টেম।
ইয়ারবাডসের উপর একটি গোলাকার চিহ্ন থাকতে চলেছে যা টাচ সেনসর বোঝাবে। তার ঠিক উপরেই থাকবে মাইক্রোফোন। এছাড়াও নয়েজ মাস্টার বাডসের চার্জিং কেসে একটি এলইডি লাইট থাকবে। অনেকটা ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে। এই এলইডি লাইটের মাধ্যমে সম্ভবত কানেক্টিভিটি, ব্যাটারি লেভেল এবং চার্জিং স্ট্যাটাস বোঝা যাবে।
ট্রান্সপারেন্সি মোড থাকবে। এই মোডটি ব্যবহার করে আপনি ইয়ারবাড না খুলেই পরিবেশের শব্দ শুনতে পারবেন, যা নিরাপত্তা এবং সুবিধার জন্য উপকারী। ইয়ারবাড হারিয়ে গেলে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের মাধ্যমে সহজেই খুঁজে পাওয়া যাবে। ওচঢ৪ রেটিং সহ, এটি পানির ছিটা থেকে সুরক্ষা প্রদান করে।
চার্জিং কেসসহ ইয়ারবাডটি মোট ৩১ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম প্রদান করে। মাত্র ৫ মিনিটের চার্জে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে, যা ডিভাইস পরিবর্তনকে সহজ করে।
টাচ কন্ট্রোল সাপোর্ট পাবেন এই ইয়ারবাডে
৪২ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে রেডমির নতুন ইয়ারবাড
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved