মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। কেন নেই, সেই প্রশ্নটাই যেন তুলে দিলেন ম্যাথিউ ব্রিটজকে। ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলার বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ওপেনার।
লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ১৪৮ বলে ১৫০ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন আজই ওয়ানডে অভিষেক হওয়া ব্রিটজকে।
এতে করে তিনি ভেঙেছেন ৪৭ বছর আগের রেকর্ড। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংস ছিল এতদিন ওয়ানডে অভিষেকে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ।
ব্রিটজকে দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার আগে এই রেকর্ড আছে কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা আর রিজা হেনড্রিকসের।
ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি পাওয়া ব্যাটারের সংখ্যা খুব বেশি নয়। এখন পর্যন্ত ১১টি দেশের ১৯ জন ক্রিকেটার কেবল এই কীর্তি গড়তে পেরেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved