আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হলেন আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান। ১১ ফেব্রযারি সভায় বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম) তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী শ্রেষ্ঠ এসআই হিসাবে আদমদীঘি থানারই এসআই ফেরদৌস আলী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে এসআই আমিরুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
আইজপি পদক প্রাপ্ত ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, একই থানা থেকে একসাথে তিনটি সম্মাননা পাওয়া গর্বের। এই সম্মাননা আমাদের কাজের গতি ও দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। ওসি আরো বলেন, আমি আদমদীঘি থানায় যোগদানের পর থেকে আইনের মধ্য দিয়ে পুলিশি সেবা প্রদান করে আসছি। ওসি হিসেবে পাওয়া শ্রেষ্ঠত্বের এ সম্মাননা আমার একার নয়, এ সম্মাননা থানার সকল পুলিশ সদস্যের। এ সম্মাননা আমাকে আরোও ভালো কাজ করতে প্রেরণা জোগাবে।
উল্লেখ্য, ওসি এসএম মোস্তাফিজুর রহমান গত বছরের ২৯শে সেপ্টেম্বর আদমদীঘি থানায় প্রথম ওসি হিসেবে যোগদান করেন।
এএফএম মমতাজুর রহমান
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved