প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
আল-মামুনকে কুপিয়ে হত্যা,মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আব্দুল্যাহ আল-মামুন মন্ডল (৩০) কে প্রকাশ্যে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত হলেন আব্দুল্ল্যাহ আল মামুন মন্ডল (৩০) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
১৩ ফ্রেরুয়ারি বৃহস্পতিবার বিকেলে ধাপেরহাট বন্দরের জামদানি সড়ক মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
নিহত বর্তমানে তিনি বিপিএলের সিলেটের নেট ফাস্ট বোলার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মন্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পর পরই এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মরদেহ নিয়ে এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাদুল্লাপুরের ধাপেরহাটে অবস্থান নেয়। এসময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দু‘ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে স্বজনরা মামুনের মরদেহ সরিয়ে নেয়।
নিহতের পিতা আব্দুল মান্নান মন্ডলের জানান, গত কয়েক বছর থেকে দলের সাথে আব্দুল্যাহ আল-মামুন সক্রিয় ছিলেন না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি এই হত্যার বিচার চান।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা প্রেক্ষিতে তারা সরে যান।পুলিশ হত্যাকারী দূর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved