মৌলভীবাজার প্রতিনিধি: সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার আর অর্থনৈতিক মুক্তির লক্ষে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক দল শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে(ভার্চুয়ালী) এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী অরফ হাজী মুজিব। এ সময় তিনি আরো বলেন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে।
শনিবার সন্ধ্যায় শ্রমিকদল শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ইউসুফ মিয়ার সঞ্চালনায় সমাবেশ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খান রশিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম,সাংগঠনিক সম্পাদক শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ।
এসময় আরও বক্তব্যদেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,হাফিজুর রহমান চৌধুরী তুহিন ,সদস্য মকসুদ আলী,বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু মিয়া,কমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.ছমরু মিয়া,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আমজাদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিক মিয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মো.মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved