প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
পাঁচবিবিতে ইমরান হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে ইমরান হোসেন স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ১৭ ফেব্রুয়ারী সোমবার রাত ১টায় পোস্ট অফিসপাড়ায় অনুষ্ঠিত হয়। পোস্ট অফিস পাড়া যুব সমাজের আয়োজনে ১৬টি টিমের অংশগ্রহণে দুদিনব্যাপী ৬ ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মোরছালিন। জয়পুরহাট জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ দোয়েল সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা ক্রিড়া প্রেমী মোঃ শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সজল, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুন্না আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর রহমান খোকন,জয়পুরহাটের সহ স্কুল বিষয়ক সম্পাদক সোহেল রানা, আয়োজক পাপ্পু ও তূর্য প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ক্ষেতলাল মুরুব্বী একাদশ ও রানার্সআপ পাঁচবিবি ক্রিকেটার একাদশ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি প্রদান করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved