সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২৬৩ ভোট। অপর প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান একটিমাত্র ভোট পেয়েছেন। এবার বিজয়ের মধ্যদিয়ে জাহাঙ্গীর ও মনিরুল দ্বিতীয়বার সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হলেন।
এছাড়া বিজয়ী তিনজন সাংগঠনিক সম্পাদক হলেন-খন্দকার ইজাজুল হাসান বাবু (২৯৭ ভোট), অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল (২৭২ ভোট) ও টিপু সুলতান (১২৪ ভোট)। রোববার জেলা শিল্পকলা একাডেমিতে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved