মৌলভীবাজার প্রতিনিধি:
এবার পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসৎ ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম নেতা মো. মহসিন মিয়া মধু।
তিনি বলেন, বিএনপি জনগণের দল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত বলে আসছেন, দলের কেউ যেন কোন অনৈতিক কাজে না জড়ান। নেতাকর্মীরা যেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকেন। তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা কাউকে চাঁদা দিতে হয় না, শ্রীমঙ্গল শহরকে দীর্ঘ বছর থেকে চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত রেখেছি, অথচ এই শহরে ব্যবসা-বাণিজ্য করবেন, ডিলারশিপ নেবেন, আর স্থানীয়দের চাহিদা পূরণ না করে অন্যত্র বেশি দামে পণ্য বিক্রি করবেন, তা আর হতে দেওয়া হবে না। যারা মজুদদারি, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার চিন্তা করবেন জনগণকে সাথে নিয়ে তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ গদার বাজার এলাকায় ‘বিনা লাভের বাজার’ এর দ্বিতীয় শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহসিন মিয়া অভিযোগ করেন, শ্রীমঙ্গলে ১০ থেকে ১২টি তেলের ডিলার থাকলেও মাত্র একজন বিনা লাভের বাজারে তেল সরবরাহ করছে এবং বাজারে তেলের মজুদের অবস্থান তুলে ধরছে। অন্যরা অজুহাত দেখিয়ে তেল দিতে চায় না, বরং বেশি দামে শ্রীমঙ্গলের বাহিরে বিক্রি করছে। যা নিজ এলাকার জনগণের সাথে প্রতারণার শামিল।
ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, যে কোনো পণ্যের প্যাকেটে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়া যাবে না। বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি গণমাধ্যমসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। অথচ অন্যান্য দেশে রমজানে নিত্যপণ্যের দাম কমে। অতিরিক্ত মোনাফালোভীদের সিন্ডিকেট ভাঙতেই বিনা লাভের বাজার চালু করেছি আর মানুষের দাবির প্রেক্ষিতে দ্বিতীয় শাখা চালু করা হয়েছে, আর তা করা হয়েছে জনকল্যাণের লক্ষে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ বাজারে বিনা লাভে পাইকারি মূল্যে খুচরায় বিক্রি করা হচ্ছে- চাল, ডাল, আলু, ডিম,সয়াবিন তেল, ছোলা, মসুর ডাল, খেসারী ডাল, মুগ ডাল, খেজুর, রুআপজা, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, সেমাই, আটা-ময়দা, বিস্কুট, চা পাতা, পাউডার ড্রিংকস, সেমাই, নারিকেল,সবজিসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী, মো. আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, কাজী এমদাদুল হক, মো. সেলিম মিয়া, মোবারক হোসেন, যুবদল নেতা কাজী আব্দুল গফুর, ইসমাইল হোসেন, আব্দুর রহমান খান পাশা, গোলাম হোসেন ভূট্টো, পরিবহন শ্রমিক নেতা ময়না মিয়া, মিছির আলী, দুলাল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved