খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় পোল্ট্রি মুরগির খামারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার ১ নং আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পার্শ্বে একটি পোল্ট্রি মুরগির খামারে এই ঘটনা ঘটেছে। এই সময় মুরগিসহ সকল স্থাপনা পুড়ে যায়।
ঐ এলাকার তিন ব্যক্তি বেলাল ইসলাম (৩০), রশিদ ইসলাম (৪০) ও হাচান (৩৫) যৌথভাবে এই খামার পরিচালনা করেন।
ক্ষতিগ্রস্থ ওই পোল্ট্রি মুরগির মালিক বেলাল, হাচান ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৬ টার দিকে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগি ও সকল স্থাপনা পুড়ে ছাই হয়। পরবর্তী সময়ে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই মুরগির খামার মালিকরা দাবি করেন এই অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।
এবিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved