প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
হোমনায় তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন হচ্ছে আজ

হোমনা প্রতিনিধিঃ হোমনা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউএনও কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। এসময় হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সেক্রেটারী মো. নজরুল ইসলাম, ঘাড়মোড়া ইউপির চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অমর একুশ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন হচ্ছে। একুশের প্রথম প্রহরে (২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমেব ভাষা শহিদদের স্মরণ করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি প্রজেক্টরেরর মাধ্যমে মেলায় উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরাসহ বিভিন্ন আয়োজন থাকছে তিন দিনব্যাপী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved