মৌলভীবাজার প্রতিনিধিঃ সাধারণ মানুষের অর্থায়নে পরিচালিত মৌলভীবাজার কমলগঞ্জের সমশেরনগর হাসপাতালের স্বাস্থ্যসেবার ধাপ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হাসপাতালের হল রোমে সমশেরনগর হাঁসপাতাল সমিতির সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু এর সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক লন্ডন প্রবাসী ময়নুল ইসলাম খান ময়নু, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নুরুদ্দীন, সারওয়ার শুকরানা, সাইফুল ইসলাম বিপ্লব, আব্দুর রহিম, অধ্যাপক অবিনাশ আচার্য, সাংবাদিক বিকুল চক্রবর্তী, শিক্ষক বিপ্লব কান্তি দাস ও আবুল লেইছ।
এ সময় বক্তারা বলেন, সমশেরনগর, মুন্সিবাজার, শরিফপুর ও পতনউষারসহ বেশ কয়েকেটি ইউনিয়নের মানুষের দ্রুত চিকিৎসা সেবা পৌছে দিতে সমশেরনগর হাঁসপাতালের সেবা শুরু হয়েছে। যেখানে মাত্র ৫০ টাকা রেজিষ্টেশন ফিস নিয়ে এ চিকিৎসা দেয়া হয়। এর পাশাপাশি বিনামুল্যে ঔষধও দেয়া হয়। আর যাত্রা শুরুর পর থেকে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয় যন্ত্র প্রতিস্থাপনসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ণে দেশী বিদেশী হৃদয়বান মানুষদের কাছে সহায়তাও চেয়েছেন কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved