প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে সৈয়দ নুর উদ্দিন দরগা শরীফে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গভীর ইসলামিক ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার পশ্চিম বালিঘাটা মহল্লার কাদেরপাড়ায় সৈয়দ নুর উদ্দিন (রহ:) দরগা শরীফ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের উদ্যোগে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৩ শে ফেব্রুয়ারি রবিবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা রাজবাড়ি মাদ্রাসায়ে আমানিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক মোফাচ্ছেরে কোরআন হযরত মাওঃ মোঃ রুহুল আমিন বিন মুসলিম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ ইয়াহ ইয়া সাহেব।
তৃতীয় বক্তা ছিলেন, মোহাম্মদপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত কারী মোঃ আফজাল হোসেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ নুর উদ্দিন দরগা শরীফ এতিমখানা মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইদ ইবনে আলী মাস্টার ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডলের প্রতিনিধি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনসহ আরো অনেকেই। উক্ত ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীগণ দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ সওয়াব হাসিল করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved