প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৭

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩জন, বিদেশি মদসহ ১জন ও চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ আসামিসহ মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিদেশি মদ উদ্ধার, চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং অতিরিক্ত বালুবহনের দায়ে এক ট্রাক চালককে জরিমানা করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী, এসআই অলক বিহারী গুণ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর ১৪৮/২৩(রাজ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কালাপুর ইউনিয়নের মোতালিব মিয়ার ছেলে সুমন আহমদ, সিআর ৩২২/২০(চুনারুঘাট) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শ্রীমঙ্গল ভাড়াউড়া গ্রামের আমজদ আলীর ছেলে মো. সাইফুল আলম এবং সিআর ২৮৪/২৩(শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার পবিত্র মালাকারের ছেলে নিকুঞ্জ মালাকারকে গ্রেপ্তার করেন। এছাড়াও শনিবার রাতে এসআই মো. মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের জেরিন চা বাগানের ডলুবাড়ি এলাকা থেকে ৫ বোতল বিদেশি মদসহ কিশোর কিরন উপাধ্যায় অতুল (১৭) কে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়াও অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এএসআই নাজমুল হোসেন অতিরিক্ত বালু বোঝাই একটি ড্রাম ট্রাক আটক করেন। পরে অতিরিক্ত বালুবহন এর দায়ে ট্রাক চালক মো. তোফাজ্জল হককে ১৫ হাজার টাকা জরিমানা করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অন্য এক অভিযানে শ্রীমঙ্গল থেকে চোরাইকৃত মোটরসাইকে সিলেট থেকে উদ্ধারসহ চুরির সাথে জড়িত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved