প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
রাজারহাটে অবৈধ ইটভাটা বন্ধের দশ দিনের মাথায় চালু

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সিংঙ্গারডাবড়ী হাটের পাশে অবৈধ ইটভাটা বন্ধের দশ দিনের মাথায় আবার চালু হয়েছে। গত ১০ফেব্রুয়ারি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান স্যারের নেতৃত্বে মেসার্স এডিবি ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। তখন অবৈধ ইটভাটার মালিকের মোট ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
উল্লেখ্যঃ ভেঙে দেয়া হয়েছিলো অবৈধ ইটভাটার স্থাপনা ও সেই সাথে ইটভাটা বন্ধ করনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ইট ভাটার চুল্লিতে পানি প্রবেশ করার মাধ্যমে চুল্লিটি অকার্যকর করা হয় এবং অন্যান্য স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।
সম্প্রতি দেখা গেছে, গত বৃহস্পতিবার ২০ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের সিংঙ্গারডাবড়ী হাটের পাশে ওই ইটভাটা পুনরায়, আবার চালু করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ রয়েছে, নামমাত্র অভিযান, জরিমানার ধকল পার করে ভাটা মালিক দিব্যি তাদের ভাটায় ইট উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এতে যেমন পরিবেশ দূষণসহ কৃষির ক্ষতির অঙ্ক বাড়ছে। অন্যদিকে সচেতন মহল বলছে, কৃষিজমির টপ সয়েলই হচ্ছে ইটভাটার মাটির উৎস। যার কারণে একদিকে হাজার হাজার একর জমি পতিত হয়ে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কমছে কৃষিজমি। এক কৃষক ও স্থানীয়রা জানান, প্রশাসন সাময়িক জরিমানা করলে বা চিমনি ভেঙে দিলেও কয়েক দিনের মধ্যেই আবারও ইটভাটা প্রস্তুত হয়ে গেছে। এই ইটভাটার ছাই মিশ্রিত ধোঁয়ায়,যাতায়াতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ব্যাপক ক্ষতিকর।
ইটভাটার পার্শ্ববর্তী স্কুল এন্ড কলেজ ,পাটোয়ারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগারডাবড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংগারডাবড়ীহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সিংগারডাবড়ীহাট কিন্ডারগার্টেন,এডুকেয়ারসহ বেশকিছু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ১ কিলোমিটার ও হাফ কিলোমিটার মধ্যে গড়ে উঠেছে ইটভাটা যা সম্পূর্ণ অবৈধ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved