মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ছকিনা বেগম (৮০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ফায়ারসার্ভিস এলাকার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ছকিনা বেগম গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল শেখের স্ত্রী।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, একটি ভাড়া করা ব্যাটারিচালিত ইজিবাইকে ৭ থেকে ৮ জন মহিলা যাত্রী ছিল। উপজেলার রহিম শাহ ভান্ডারি মাজার পরিদর্শন করে তাঁরা রাতে ইজিবাইকে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। ইজিবাইকটি মহাসড়ক ধরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাতনামা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং সকলে আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
কর্তব্যরত চিকিৎসক জানান,চিকিৎসাধীন অবস্থায় রাতে ছকিনা বেগম নামে এক যাত্রী মারা যান। আহত বাকি আরও ৬ জন মহিলাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved