প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
রাজারহাটে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠিত

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সকাল দশটায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাট উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুর আলম, সিনিয়র মনিটরিং অফিসার রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল মিজান মাহিন, হাসান জিহাদি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ হৈমন্তী রানী, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তসলিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান,রাজারহাট সদর ইউপি সদস্য শহিদুল ইসলাম,উপজেলা জামাতের আমির মাওলানা কফিল উদ্দিন,উপজেলার ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি খন্দকার আরিফ প্রমুখ। সভায় কৃষি কর্মকর্তাগণ বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি খাতকে আরও উন্নত করতে কৃষি বিভাগ ব্যপক তৎপর রয়েছে।
এরপরে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা অন্যান্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন বিষয়ের উপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলার ইঞ্জিনিয়ার সোহেল রানা, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহ্লাদ মন্ডল সৈকত সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved