প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে এন এম উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় কবির এই ভাষাকে বুকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, সহকারি শিক্ষক মোতালেব হোসেন ও আনোয়ার হোসেন প্রমূখ।
২য় পর্বে বিদায় ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে করা হয়।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, নাটক ও আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved