প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:২৬ অপরাহ্ণ
গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা খারিজ

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের কৃত মানহানির মিথ্যা মামলা খারিজ করে
দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি)গাইবান্ধার চীফ জুডি-শিয়াল(৪র্থ আদালত)বিচারক হাসিবুজ্জামান
মামলাটি নথিজাত ঘোষনা করে তিন সাংবাদিককে অব্যাহতির আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,
বিগত ২০২২ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়াম্যাান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেংকারীর খবর দৈনিক মানবজমিন,আনন্দ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ প্রচারিত হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তার জামাতা এএসএম আশরাফুল ইসলামকে বাদী করে তৎকালীন দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল (বর্তমান দৈনিক যুগান্তর),আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবা- দিক রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর মামলাটি সাজানো ও ষড়যন্ত্র মূলক বলে আদালতে প্রমানিত। এরই প্রেক্ষিতে বুধবার গাইবান্ধা চীফ জুডিশিয়াল (৪র্থ) আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতা করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড.
আহসানুল করিম লাছু, সাবেক পিপি মহিবুল হক সরকার মোহন, সালাহ উদ্দিন সেলিম, আনিস মোস্তফা তোতন, রুহুল আমিন রুবেল, জাহাঙ্গীর আলম, শাহ নেওয়াজ। অন্যদিকে বাদী পক্ষে আইনি লড়াই করেন অ্যাড. আবু আহম্মেদ আবদুল্লা কনক।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved