প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিক ও সহযোগীরা মিলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেফতার-৫
![]()
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিক ও তার সহযোগীদের দ্বারা এক গৃহবধূ (২১) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) ভোরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের একটি ইউক্লিপটাস বাগানে এ সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
গৃহবধূর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর সাথে মইনুল হক (২৩) নামের এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। গত মঙ্গলবার গভীর রাতে চর বড়লই গ্রামের ওই ইউক্যালিপ্টাস বাগানে মইনুলের সাথে দেখা করতে যান গৃহবধূ। কিন্তু মইনুল তার আরেক সহযোগী ইয়াকুব আলী (২৫)'র সাথে যোসাজস করে আরও ৫ যুবককে সাথে নিয়ে ধর্ষণের পরিকল্পনা করে। রাতে গৃহবধূ মইনুলের সাথে দেখা করতে গেলে ৭ যুবক মিলে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বুধবার ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক ও চর বড়লই গ্রামের ইয়াকুব আলীসহ ৫ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর তিন জন হলেন, চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের সোহেল রানা (২১) ও চর বড়লই হাজীটারী গ্রামের লাল মিয়া (৪০)। মামলায় অভিযুক্ত অপর দুই আসামী হলেন চর বড়লই গ্রামের আতিয়ার রহমান (৩৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা গ্রামের আল আমিন (২০)।
ওই এলাকার ইউপি সদস্য আজিমুদ্দিন বলেন, গৃহবধূর স্বামীর সাথে দাম্পত্য কলহ চলছে। পারিবারিকভাবে তাদের বিচ্ছেদের আলোচনা আছে। তবে তার বিরুদ্ধে অন্য কোনও খারাপ অভিযোগ নেই।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, অভিযুক্ত আসামীদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি শিকার করেছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাসহ গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved