প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবীণ সাংবাদিক সম্মাননা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবীণ সাংবাদিক সম্মাননা এবং জেষ্ঠ ও তরুণ গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের হল রুমে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সর্বাধিক বইয়ের লেখক প্রফেসার নৃপেন্দ্র লাল দাশ।
অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় কানাডা থেকে আগত শ্রীমঙ্গলের ৭০ এর দশক এর প্রবীণ সাংবাদিক রম্যাংশু দেব রায় রানাকে, আমেরিকা থেকে আগত শ্রীমঙ্গলের প্রাক্তন সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রেনু কে। এ সময় আরো সম্মাননা দেয়া হয় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সুহৃদ শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী মো. রেফুল মিয়া ও লন্ডন প্রবাসী মো.লতিফ মিয়া কে।
প্রেসক্লাবের কাযকরি সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর দায়িত্ব প্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, ইমন দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে, সিনিয়র সাংবাদিক অসীম পাল শ্যামল, রাসেল আহমদ, আল ইব্রাহিম ও বর্ণ চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, একটা এলাকার আজকের উন্নয়নের বড় অংশিদার যেমন গণমাধ্যমকর্মী, তেমনি আইন-শৃঙ্খলা ভালো রাখারও ধারক সাংবাদিকরা। কারন সাংবাদিকরা এই বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন এবং সংশ্লিষ্ট বিভাগ এর সমাধানে এগিয়ে আসেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved