মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বিশেষ ট্রাস্কফোর্স।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মো. সোহাগ মিলু এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর প্রতিষ্ঠানে তদারকি ও অভিযান পরিচালিত হয়।
এসময় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে ফলের দোকানসহ ৪টি প্রতিষ্টানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু জানান, বাজার তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাগর রায় ১০ হাজার টাকা, খালেদ মোশাররফ ৫ হাজার টাকা এবং নিবারন পাল-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved