মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আগুন লেগে দুইটি ব্যবসা প্রতিষ্টান ভস্মীভূত হয়েছে। রমজান উপলক্ষে কেনা সব মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টার শহরের হবিগঞ্জ রোডস্থ লালবাগ সড়কের প্রবেশমূখে মুদি মালের দোকান মিরভাত স্টোর ও একটি সেলুনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে দোকান দুটিতে থাকা সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. বিপ্লব বলেন, রাত সাড়ে ১১টায় দোকান লাগিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তারপর রাত ১টায় পাহারাদার ফোন দিয়ে জানান দোকানে ভেতর আগুন ও ধোয়া দেখা যাচ্ছে। দোকানে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করলেও দোকানে থাকা সব মালামাল পুড়ে যায়। এসময় পাশের সেলুনটিও পুড়ে যায়।
তিনি আরও জানান, তার দোকানের ফ্রিজ ও চাল,ডাল, তেল, চিনি ও অন্যান্য মালামালসহ সব মিলিয়ে আমার ৩০ লাখ থেকে ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। দোকানের সব মালামাল পুড়ে যাওয়াতে তিনি পথে বসেছেন। ব্যাংকের লোনসহ অন্যান্য দেনা কিভাবে শোধ করবেন ভাবছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে সঠিক কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved