মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লা লিগার শীর্ষস্থানে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তবে রিয়াল বেতিস সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। শনিবার রাতে নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভিনিসিয়াস-এমবাপ্পেদের রীতিমতো আটকে রেখে ২-১ গোলে হারিয়েছে বেতিস। বেতিসের মাঠে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়ালই। ম্যাচের ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের গোলে লস ব্লাঙ্কোসরা এগিয়ে যায়। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই ঘুরে দাঁড়ায় বেতিস। জনি কারদোসো এবং ইসকোর গোল নিশ্চিত করে তাদের দারুণ জয়।
পুরো ম্যাচে স্বাগতিকরা আক্রমণে আধিপত্য দেখিয়েছে। বেতিসের ১৮টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে, যার ২টিই জালে জড়িয়েছে। অন্যদিকে রিয়াল মাত্র ৯টি শট নিতে পেরেছে, যার মাত্র ২টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়াস, এমবাপ্পে ও রদ্রিগোর মতো তারকারা বেশিরভাগ সময়ই বেতিসের জমাট রক্ষণভাগের সামনে নিষ্প্রভ ছিলেন।
এই হারের ফলে পয়েন্ট টেবিলে ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট, যা তাদের নামিয়ে দিয়েছে তিন নম্বরে। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়ালের সমান ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা উঠে গেছে দুই নম্বরে।
*** এমএন/এমপি ***
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved