মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় শোবিজ জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন এ অভিনেত্রী। তবে কাজ নিয়ে নতুন তথ্য দিলেন মিষ্টি। জানালেন এবার পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি।
সম্প্রতি কালবেলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার একটি পাকিস্তানি ছবির অফার এসেছে। বর্তমানে আমার হাতে আরও ৪টা কাজ আছে। ১২ তারিখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে।’ এ ছাড়াও অভিনেত্রী আরও বলেন,আমি শুধু ঢালিউডেই নয়, হলিউডেও কাজ করতে চাই।
বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন এ সুন্দরী । জানা যায়, ‘সাইকো’ নামক এক ওয়েব সিরিজে সাইকো কিলার হিসেবে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
এদিকে এই সিরিজটিতে হিরো কে জানতে চাওয়া হলে সে প্রসঙ্গে মিষ্টি বলেন,‘আমার এই ওয়েব সিরিজে কোনো হিরো নেই। এখানে আমিই হিরো আবার আমিই হিরোইন। কারণ এ সিরিজে সাত জনের সাথে আমার সম্পর্ক থাকে। তাই সাত জনকে নিয়েই এই স্টোরি।‘
মিষ্টি আরও জানান, দর্শকরা এবার নতুনরূপে দেখবে তাকে এবং এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’ নামক একেরপর এক সিনেমায় কাজ করেছেন তিনি।
*** এমএন/এমপি ***
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved