প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।
থানার পুলিশ জানান, রোববার রাত ৩ঃ৩০ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাছড়া মন্ডলপাড়া ও গকুলা এলাকা থেকে আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)কে মাদকসহ হাতে নাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে ৯শ ২১ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা পাওয়া যায় গেছে। পরে আটককৃত দুইজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিলো।
এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ২,তারিখ ০২/০৩/২৫ইং। আসমাীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved