প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
পলাশবাড়ীতে ইটভাটা মালিকদের স্মারকলিপি প্রদান:

গাইবান্ধা প্রতিনিধিঃ ইটভাটা শিল্পের টিকে থাকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির স্বীকৃতির দাবিতে জেলার পলাশবাড়ী উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর উক্ত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ৩৫-৪০ বছর ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে ইটভাটা মালিকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সরকার নির্দেশিত আধুনিক জিগজাগ প্রযুক্তির ইটভাটা স্থাপন করেও মালিকগণ নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন।
স্মারকলিপিতে ইটভাটা মালিকরা আরও উল্লেখ করেন, দেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক এই খাতের সঙ্গে যুক্ত, যা সরাসরি প্রায় ২ কোটি মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে সম্পর্কিত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে এবং ব্যাংকগুলো প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ আদায় করতে পারবে না।
স্মরক লিপি প্রদান শেষে বক্তব্য রাখেন মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক রুবেল,মালিক বদিয়া,সাইদার,অন্তর,আমিনুল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি চানমিয়া,সাংবাদিক মতিন মোহাম্মাদ।
বক্তরা বলেন,যদি দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা না হয়, তবে আগামী ১১ মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে আবারও স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ঈদের পর ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved