মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরিসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন।
সোমবার ( ৩ মার্চ ) রাত ১১ টার শ্রীমঙ্গলের পাইকারী আড়ৎতে অবৈধ অভিযানে নামে সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলম এর নেতৃত্বে একটি টহল টিম অভিযান চালায়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় আব্দুর শুকুর এন্ড ব্রাদার্স ১০ হাজার, কুসুম ট্রেডার্স – ৫ হাজার ও মাতৃভান্ডার কে– ২০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ জানান, রমজান মাস জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved