মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪টি চোরাই গরুসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রাম কৃষক বিশ^নাথের সহায়তায় থেকে ৪টি চোরাই গরু উদ্ধার এবং কাদির মিয়া (৩৬) ও তাজুদ মিয়া (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ২৩ ফেব্রæয়ারি রাতে আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা গ্রামের কৃষক বিশ^নাথ ঘোয়ালার গোয়ালঘরের দরজা ভেঙে ৪টি গরু চুরি হয়। কৃষক বিশ^নাথ গোয়ালা তার গরু গুলো অনেক খোঁজাখুজি করে গরু গুলো না পেয়ে হতাশ হয়। পরবর্তীতে গতকাল ৫ মার্চ গোপন সুত্রে খবর মিলে একই এলাকার কাদির মিয়ার গোয়াল ঘরে চুরাই গরু বেধেঁ রাখা হয়েছে। এ ঘটনা শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করেন কৃষক বিশ^নাথ গোয়ালা। পরে শ্রীমঙ্গল ধানা পুলিশের একটি ফোর্স কাদির মিয়ার গোয়ালঘর থেকে একটি গরু উদ্ধার এবং কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কাদিরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চোরাইকৃত আরও ৩টি গরু তাজুদ এর বাড়িতে আছে। পরে পুলিশ তাজুদের গোয়াল ঘর থেকে ৩টি গরু উদ্ধার এবং তাজুদকে গ্রেপ্তার করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্যান্য চোরদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved