মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যালো মেশিন (সেচযন্ত্র) চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। চোর চক্রের কাছ থেকে দুইটি শ্যালো, চাউল কলের হলার ও চোরাই কাজে পরিবহনের জন্য ব্যবহিত এক ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকা থেকে এমনই এক চক্রের তিনজন সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে চোরাই মালামালসহ আর একজন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ছয়ঘট্টি এলাকার মৃত ইউনুছ সওদাগরের ছেলে দুলাল হোসেন (৩৪), চোপাগাড়ি এলাকার মোস্তাফিজুর রহমান ছেলে আবু মুসা (২৩), আবিরের পাড়া এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪০) একই এলাকার আসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জৈনিক আল-আমিন সরকার নামে স্থানীয় এক ব্যক্তির চাউল কল থেকে এক রাতে ত্রিশ ও পঁচিশ হর্সের দুইটি বৈদ্যুতিক মোটর, দুইটি শ্যালো মেশিন ও চাল কলের হলার চুরি হয়ে যায় বলে অভিযোগ করেন। থানা পুলিশ এ নিয়ে কাজ করতে থাকে। এরি মধ্যে চোরাই একটি শ্যালো মেশিন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় স্থানীয়রা টের পেয়ে তিন চোর কে আটক করে পুলিশকে খবর দেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সেই সাথে আরও একজন মোট চার চোরকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved