কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ১০ বছরের শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ষাটোর্ধ এনছান মৃধা ওরফে গেদুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে কলাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শ্লীলতাহানির শিকার শিশুকে শনিবার সকালে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে গেছে অভিভাবকরা। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে এনছান মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, গত ৫ মার্চ সকাল ১১ টার দিকে একই গ্রামের সম্পর্কে মামা এনছান মৃধার বাসার গাছ থেকে বরই কুড়িয়ে আনতে যায় শিশুটি। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে শিশুটিকে বেশি বরই দেয়ার লোভ দেখিয়ে বাড়ির দক্ষিণ দিকে নির্জনে নিয়ে প্রথমে শ্লীলতাহানি করে। পড়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ডাক চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে এসে বিষয়টি তার মাকে জানায়। কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয় টি কাউকে না জানিয়ে তারা ৬ মার্চ তাকে কলাপাড়া হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করা হয়। এতে শিশুটির আতংক ও শরীরের ব্যাথা না কমলে ৭ মার্চ আবারও তাকে হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। এতে বিষয়টি জানাজানি হলে আজ (শনিবার) শিশুর মা থানায় অভিযোগ দায়ের করার পরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত এনছান মৃধাকে গ্রেফতার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার একমাত্র আসামী এনছান ওরফে গেদুকে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved