মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার: শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দোয়া ও ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক মিলনমেলা পরিণত হয় আশিদ্রোন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন।
শুক্রবার ৭ই' মার্চ ৬ই' রামাদান জনগণের আস্থার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল উপজেলা জুড়ে দোয়া ও ইফতার মাহফিল কার্যক্রম হাতে নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের প্রায় আড়াই হাজার মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দোয়া ও ইফতার মাহফিলের মূল উদ্যোক্তা মো. মহসিন মিয়া মধু।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ন আহবায়ক তারে খন্দকার, আহবায়ক কমিটির সদস্য এম এ কাইয়ুম, আব্দুর রহিম, মোবারক হোসেন, এমদাদুল হক, আবুল হোসেন, পৌর বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সেলিম মিয়া, আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, যুগ্ন আহবায়ক আব্দুল জব্বারআজাদ, সদস্য মীর এম এ সালাম, নজরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন-একটি সুন্দর, সুশৃংখল, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চান সকল ভেদাভেদ ভুলে বৈষম্যহীন দেশ গঠন করতে। যেখানে থাকবে শান্তি, সম্প্রীতি ও সকল মানুষের বাক স্বাধীনতা। তিনি বলেন- আমরা দলের নির্দেশনা মোতাবেক তারেক রহমানের পক্ষে উপজেলার প্রতিটি এলাকায় এলাকায় সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করে দোয়া ও ইফতার মাহফিল করছি। যেখানে দলের নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। প্রতিটি ইফতারের ও দোয়া ইফতার মাহফিলে সকল পর্যায়ের মানুষের উপস্থিতিতে একটি মিলনমেলা পরিণত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved