প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ
লালমনিরহাটে পারিবারিক ও নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাটে "দুর্নীতি মুক্ত আগামী প্রজন্ম, দুর্নীতি মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ" স্লোগান নিয়ে পারিবারিক ও নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মে দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশন (দুদক) সজেকার সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র সমন্বিত জেলা কার্যালয় লালমনিরহাট এর উপ-পরিচালক মোঃ রাউফুল ইসলাম, এডি মোঃ খালিদ মাহমুদ, ডিএডি মামুন আলী মন্ডল, এআই মারফিদুল হক। বিচারকবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক মৃনাল কান্তি রায়, উম্মে তাজ এ জান্নাত, লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আরাফাত আজাদ। এ সময় লালমনিরহাট দুপ্রক’র অ্যাড. চিত্তরঞ্জন রায় মন্টু, মোঃ ইউনুস হোসেন, আবু হাসনাত রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বির্তক প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীগণ পক্ষে-বিপক্ষে অংশগ্রহণ করেন।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved