খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু যৌন হয়রানি এবং সম্প্রতি মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ কান্ডের তীব্র প্রতিবাদ এবং ধর্ষক ও সহযোগীদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার
সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের নাগরিক সমাজের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
এতে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আব্দুর রহমান লিটন, সংবাদকর্মী আজিজার রহমান ও জে আর জামান, ছাত্রনেতা রহিদুল ইসলাম রাফি, শাকিল খান নীরব ও সমাজকর্মী রাশেদ মিলনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved