প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
পীরগঞ্জে আরও দুটি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় আতাউর রহমান আতা ই এস বি মিয়ার ইটভাটা গুড়িয়ে দিয়েছে। এরপর দানিস নগরে মমিনুর ইসলামের ভি ভি বি ইটভাটার ভেঙে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীসহ আকস্মিক অভিযান চালিয়ে দুটি ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেন।
উল্লেখ্য,এর আগে উপজেলার আরও ৫ টি ইটভাাটা ভেঙ্গে দেয়া হয়েছে। গত সোমবার খালাশপীর এলাকায় জনৈক নজরুল ইসলামের ইটভাটা ভেঙ্গে দেয়ার সময় স্থানীয়দের হামলায় ২ পুলিশ আহত হলে পরে সেনা বাহিনীর সহযোগিতা নিয়ে ওই ভাটাটি ভেঙ্গে দেয়া হয়। অবশ্য উপজেলার ১৫ টি ইউনিয়নে এ ধরনের আরও ২৭ টি অবৈধ ইটভাটা রয়েছে। উপজেলায় যে ধরনের কচ্ছপের গতিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলছে এতে অবশিষ্ট আরও ২২ টি ইটভাটা উচ্ছেদ করতে মাসাধিকাল সময় প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved