(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অবৈধ বালু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সংবাদ পেয়ে চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় বালু পরিবহনকারী ট্রাক্টর চালক ও তার সহকারীকে আটক করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। এর আগে থানা পুলিশের সহায়তায় উপজেলার করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা কুয়াতপুর এলাকার মৃত হরেন এর ছেলে ট্রাক্টর চালক পল্লব কুমার (২৪) ও একই এলাকার চালকের সহকারী মৃত ছাত্তারের ছেলে শাহিন হোসেন (২০)।
স্থানীয় লোকজন জানান, করতোয়া নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বেশ কয়েকটি চক্র। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ব্যবসার সাথে জড়িত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে তাঁরা আগেই সেসব জায়গা থেকে সটকে পড়েন। এ সময় বালু পরিবহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চালক ও তার সহকারীকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন দিনের সাজা প্রদান করা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved