প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান জানান, আগামী ১৫ মার্চ-২০২৫, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জেলার সকল উপজেলায় এ ক্যাপসুল খায়ানো হবে।
এসময় জেলার ৭টি উপজেলা এবং ২টি পৌরসভায় ১৩৬২টি কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৯৪৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২০ হাজার ৩৬৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহ সকলের সহায়তা কামনা করেন সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।
প্রেস ব্রিফিং এ পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো : আরিফ হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved