প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
পলাশবাড়ীতে রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, দিশেহারা চাষী”

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগে এন্তাজুৃল মিয়া (৫০) নামে এক চাষীর পুকুরের বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এমন ঘটনায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত চাষীর।
শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুকবিষ্ণুপুর গ্রামের ওই পুকুরে একের পর দল বেঁধে মরা মাছ ভেঁসে উঠতে থাকে।
মাছচাষী এন্তাজুৃল ওই গ্রামের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে।
তিনি বলেন, তিনি পৈত্রিক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে আসছেন। এটাই পরিরারসহ তার জীবিকা নির্বাহের একমাত্র পথ।
সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর ছেয়ে গেছে। বর্তমানে পরিবারের জীবন-জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।
তার দাবি তার ভাগী-শরীকের লোকজন পূর্বশত্রুতার জেরে রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়ে দেশীসহ হাইব্রিড প্রজাতির সকল মাছ গুলো মেরে ফেলেছেন। পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেট এর বোতলও পড়েছিল। পুকুরে বিষ প্রয়োগে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাদুল বলেন, এ ক্ষতিগ্রস্ত মাছ চাষীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved