প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে জেলা নির্বাচন অফিসের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে মানববন্ধন করছেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার ১৩ মার্চ জেলা নির্বাচন ভবনের সামনে সকাল ১১ থেকে দূপুর ১ ঘটিকা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ থাকে।
মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, রক্তে গড়া এনআইডি, কোথাও নিতে দেবো না। তাদের এ দাবী না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মকর্তা সমিতির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো: নাছির উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসিম, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা দিপক কুমার রায় সহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved